পর্দায় ফিরছে ছোটপর্দার সম্ভবত সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'।নিজের টিম নিয়ে হাজির হচ্ছেন কপিল। এবারে শোয়ের সেট আরও বড়। জাঁকজমক আরও বেশি। এটিএম থেকে হোটেল, রেঁস্তরা কী নেই এই রাজকীয় সেটে!
1/6শেষ হল প্রতীক্ষা। ফিরেছেন তাঁরা। কথা হচ্ছে ছোটপর্দার সম্ভবত সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'-এর। বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ছোটপর্দায় নিজের সেই বিখ্যাত পুরোনো দল নিয়ে হাজির হতে চলেছেন 'ক্যাপ্টেন' কপিল। কপিলের সঙ্গে এবার এই শোয়ে দেখা যাবে অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক, কিক্কু সারদা, চন্দন প্রভাকর, ভারতী সিং এবং সুদেশ লাহিড়ি-কে।
2/6কপিলের শোয়ের এই নতুন সেট দেখলে চোখ উঠবে কপালে। আরও বেশি জাঁকজমক। ম্যানসনের ধাঁচে তৈরি এই সেটে কেয়ারি করা বাগানের লন থেকে কী নেই। এককথায় এল ছায়ায় এই পরিবেশ যে মায়াবী তা নিয়ে কোনও সন্দেহ নেই। ( ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
3/6কপিলের এই নতুন বাড়িতে এবার যোগ হয়েছে আস্ত একটি এটিএম-ও। পাশ থেকে উঁকি মারছে সম্ভ্রান্ত রেঁস্তরা 'হোটেল চিল প্যালেস'-এর হোর্ডিং। তবে এই এটিএম থেকে শোয়ে আসা অতিথি এবং দর্শকের দল টাকা তুলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
4/6সেটে এবার জায়গা করে নিয়েছে 'টেন স্টার' নাম একটি ছোট্ট মুদিখানাও। দোকানের সামনের শো-কেসে রাখা বয়ামে দেখা যাচ্ছে থরে থরে সাজানো রয়েছে কেক, বিস্কুট, কুকিজ। তবে সেই মুদিখানা কে চালাবেন, তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা।
5/6'গেট সেট গো'। শো শুরু করার আগে শেষমুহূর্তে মেক আপ রুমে নিজেকে গুছিয়ে নিচ্ছেন কপিল।
6/6সদ্য শুটিং শেষ হয়েছে কপিলের এই কমেডি শোয়ের নতুন সিজনের প্রথম পর্ব। নিজের আসন্ন ছবি 'বেল বটম' এর প্রচার সারতে মঞ্চে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার।