বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > Rain Forecast in Kolkata & West Bengal: ১৭ বছরে শুষ্কতম! ১৩৫ দিন বৃষ্টি নেই কলকাতায়, কবে বর্ষণ হবে? আজ কোথায় হতে পারে?
Rain Forecast in Kolkata & West Bengal: ১৭ বছরে শুষ্কতম! ১৩৫ দিন বৃষ্টি নেই কলকাতায়, কবে বর্ষণ হবে? আজ কোথায় হতে পারে?
Rain Forecast in Kolkata & West Bengal: বৃষ্টির দেখা নেই কলকাতায়। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে ১৭ বছরে রেকর্ড তৈরি হয়েছে। তারইমধ্যে আগামী পাঁচদিনে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, তা দেখে নিন -
1/7শেষবার বৃষ্টি হয়েছিল ২০২২ সালের ২৬ অক্টোবর। তারপর থেকে ১৩৬ দিন বৃষ্টি পায়নি কলকাতা। শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বৃষ্টির যে ব্যবধান, তা ১৭ বছরে সর্বোচ্চ বলে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যানে উঠে এসেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/7আবহাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সাল এবং ২০০৬ সালে শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত ১৭২ দিন কলকাতার কপালে বৃষ্টি জোটেনি। এবার সেটা ইতিমধ্যে ১৩৬ দিনে ঠেকেছে। তবে ২০০৫-০৬ সালের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা এবার নেই বলে জানিয়েছেন আবহবিদরা। তাঁদের বক্তব্য, শীঘ্রই কলকাতায় সামান্য হলেও বৃষ্টি হতে পারে। তবে তাতে কতটা সুরাহা মিলবে, তা নিয়ে ধন্দ আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/7আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী বুধবারের (১৫ মার্চ) মধ্যে তাতে ইতি পড়তে পারে। আজ বা আগামিকাল (শনিবার) পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর হালকা সম্ভাবনা আছে। তবে সেই কালবৈশাখীতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০ শতাংশ বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তার মতে, শুক্রবার বা শনিবার যে কালবৈশাখীর সম্ভাবনা আছে, তার ফলে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ভাগ্য যদি খুব ভালো থাকে, তাহলে মেরেকেটে কয়েক মিনিটের বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বৃষ্টিতে তেমন কোনও লাভ হবে না। তাপমাত্রা যে বেড়ে যাছে, তা থেকে রেহাই মিলবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7দক্ষিণবঙ্গের কবে কোথায় বৃষ্টি হতে পারে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ (শুক্রবার) পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার আবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্য়ুৎ-সহ দু'এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7উত্তরবঙ্গে কবে ও কোথায় বৃষ্টি হতে পারে? আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, আজ (শুক্রবার) দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সোমবার এবং মঙ্গলবারও ওই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)