জি বাংলার ধারাবাহিকের গল্প ও চরিত্রগুলো কোনদিকে মোড় নেবে চলুন জেনে নিই ঝট করে।
1/6সিরিয়াল প্রেমীদের জন্য খুশির খবর। আসছে সপ্তাহে আপনার পছন্দের ধারাবাহিকে কী দেখানো হবে তা জেনে নিন এখনই। লক্ষ্মী কাকিমা থেকে উড়ন তুবরি, এই পথ যদি না শেষ হয়, ধারাবাহিকের হাঁড়ির খবর রইল আপনাদের জন্য।
2/6পুলিশ কনস্টেবল হিসেবে ফোর্সে যোগ দেয় তুবড়ি। তবে শাশুড়ি অঞ্জলি শয়তানি করে থানার ওসির সঙ্গে বুদ্ধি করে তুবড়ির চাকরি টিকিয়ে রাখা মুশকিল করতেই উঠেপড়ে লেগেছে।
3/6বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বোধি ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। বাড়ির লোক ভীষণ চিন্তায়। এদিকে ভয়ানক এক জায়গায় ক্যাম্প ফেলল বোধি। এবার কী হবে?
4/6সম্পর্ক গভীর হচ্ছে বিক্রম আর অনামিকার। দুজনে একে-অপরের উপরে ভরসা করতে শুরু করেছেন। যদিও কারা বিক্রমকে আটকে রেখেছিল তা জানতে বদ্ধপরিকর অনামিকা। সৌরর পরদা ফাঁস কী হবে এবার?
5/6এই পথ যদি না শেষ হয়-তে সরকার পরিবার ব্যস্ত ঊর্মি আর সাত্যকির প্রথম বিবাহবার্ষীকি নিয়ে। পরিবারের তরফে তাঁদের খুশি করার কোনও সুযোগই ছাড়া হচ্ছে না। বিশেষ কিছু অতিথিও আসবেন। ঊর্মির দাদু রজত নিজের সম্পত্তি উপহার দেবে এই দম্পতির নামে। কিন্তু তখনই মিস্টার বসু এসে জানাবে এই সম্পত্তি মালিক আর নেই রজত!
6/6টিআরপি চার্টের উপরে থাকা লক্ষ্মী কাকিমা সুপারস্টারে দেখা যাবে অলোকের সাহায্যে লক্ষ্মী শুরু করবে তার নতুন উদ্যোগ ‘ভিলেজ স্টোরস’।