Bill on Birth Certificate passed in Lok Sabha: 'দাম' বাড়ল বার্থ সার্টিফিকেটের, হট্টগোলের মাঝেই সংসদে পাশ বিল
Updated: 02 Aug 2023, 10:41 AM IST'রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩' পাশ করল সংসদে। মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। তবে তারই মধ্যে এই গুরুত্বপূর্ণ বিলটি পাশ করাল কেন্দ্রীয় সরকার। এই বিল আইনে পরিণত হলে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক কাজ করা যাবে।
পরবর্তী ফটো গ্যালারি