বাংলা নিউজ > ছবিঘর > Birth Certificate New Rule: কমল জটিলতা, শুধুমাত্র বার্থ সার্টিফিকেটেই হবে আধার থেকে পাসপোর্ট, চালু হচ্ছে নিয়ম

Birth Certificate New Rule: কমল জটিলতা, শুধুমাত্র বার্থ সার্টিফিকেটেই হবে আধার থেকে পাসপোর্ট, চালু হচ্ছে নিয়ম

গত অগস্টেই সংসদে পাশ হয় 'রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩'। এই বিল আইনে পরিণত হয়েছে। ১ অক্টোবর থেকে কার্যকর হবে সেটি। এর ফলে এবার থেকে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন জানানো যাবে।