এই ছবিতে জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ... more
এই ছবিতে জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি মুক্তি পাবে জন্মাষ্টমীতে। 'বিসমিল্লা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ঝলক-
1/10জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁর পরবর্তী বাংলা ফিচার ফিল্ম ‘বিসমিল্লা’। এই জন্মাষ্টমীতে পর্দায় আসতে চলেছে ‘বিসমিল্লা’। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল স্বভূমিতে। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা।
2/10এই ছবিতে জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরও অভিনয় করছেন, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্য়ায়, পদ্মনাভ দাশগুপ্ত, অনিন্দিতা রায়চৌধুরী প্রমুখ।
3/10বিসমিল্লা-র সানাইয়ের সুরে মিলেমিশে রয়েছে ফাতিমার প্রতি তাঁর প্রেম। ছবিতে সুর, গান, প্রেম তো আছেই, সঙ্গে রয়েছে সব ধর্মের প্রতি সম্মানের গল্প। ছবিতে উঠে আসবে অসম বয়সের প্রেমও।
4/10মুসলিম পরিবারের এক ছেলের গল্প বলবে বিসমিল্লা। যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। আর ছবির নাম বিসমিল্লা যখন, তখন বুঝে নিতে অসুবিধা হয় না সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সেই সুরেই মিলে মিশে রয়েছে ফাতিমার প্রতি তাঁর ভালোবাসা।
5/10ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ফাতিমা। এই ছবিতে গান একটা বিশেষ ভূমিকা পালন করবে। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একটি বিশেষ ভূমিকাতে অভিনয়ও করছেন তিনি।
6/10‘বিসমিল্লাহ’র কাহিনি ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজে লিখেছেন। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে শুভঙ্কর ভার। ছবির সঙ্গীত পরিচালনায় স্বয়ং ইন্দ্রদীপ দাশগুপ্ত।
7/10গানের কথা লিখেছেন শ্রীজাত এবং রিতম সেন। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে শুভঙ্কর ভার। টলিউডের একাধিক কলাকুশলীরা আমন্ত্রিত ছিলেন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।