তিথির একগুঁয়ে,জেদি ননদ সন্বিতা বাস্তব জীবনে কিন্তু সুপার বোল্ড। অভিনেত্রীর সাহসী ছবি শেয়ার হতেই বিদ্যুতের গতিতে ভাইরাল ছবি। সবুজ মনোকিনিতে মন মাতাচ্ছেন অনন্যা।
1/8বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা বিশ্বাস (ananya biswas)। নেগেটিভ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স করে দর্শক মনে দাগ কেটেছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি ‘বরণ’ ধারাবাহিকে নায়ক রুদ্রিকের দিদি সন্বিতার চরিত্রে অনন্যার পারফরম্যান্স নজর কাড়া। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8পর্দার বাইরে অনন্যা কিন্তু একদম আলাদা, পুরোপুরি বোল্ড আর বিন্দাস। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন ছবি ও ভিডিয়ো পোস্ট করে দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেত্রী। সম্প্রতি সবুজ মনোকিনিতে সুপারহট লুকে ধরা দিলেন অনন্যা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8সুইমিং পুলের ধারে বসে রয়েছেন অনন্যা। সবচেয়ে চোখ টানছে তাঁর থাই জোড়া ট্যুটু। একটি মেয়ের মুখ আঁকা রয়েছে সেখানে। গোড়ালির উপর থেকে হাঁটু পর্যন্ত অপর একটি ট্যাটু আঁকা রয়েছে।
4/8পা জোড়া এই ট্যুটু দেখে নতুন করে করে বলতে হবে না, ট্যাটু প্রেমী মানুষ অনন্যা। সিরিয়ালে এটি ফ্লন্ট করবার সুযোগ হয় না, তাই সোশ্যাল মিডিয়াতে সময় পেলেই শর্টস বা স্নানপোশাক পরে ছবি আলপোড করেন অনন্যা। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8‘বরণ’ ছাড়াও জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে ‘তাথৈ’ চরিত্রেও যথেষ্ট জনপ্রিয় অনন্যা। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কমচর্চা নেই। বরণ কো-স্টার রাজার সঙ্গে তাঁর বন্ধুত্ব বেশ মাখোমাখো।
7/8শুধু ওয়েস্টার্ন পোশাকে নয়, দেশি লুকেও ঘায়েল করেন অনন্যা। অনন্যার এই ছবিতে যেন চোখ আটকে রয়েছে অভিনেত্রীর হাজারো অনুগামীর।
8/8তিথির একগুঁয়ে-জেদি ননদের এমন সুপার বোল্ড অবতার দেখে চমকে গেলেন তো?