Budget 2020- আয়করে ছাড়, গৃহঋণে রিবেটের আশায় মধ্যবিত্ত
Updated: 31 Jan 2020, 08:19 PM ISTঅর্থনৈতিক সমীক্ষা বলছে আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। কিন্তু সেটিকে বাস্তব করার জন্য, কী কী পদক্ষেপ নেন নির্মলা সীতারামন, এখন সেদিকেই নজর তাঁর। একদিকে ম্যানুফ্যাকচারিংয়ে কমছে বৃদ্ধির হার, অন্যদিকে মূল্যবৃদ্ধিও আগের থেকে অনেক বেশি। স্টিমুলাস দিয়ে যে কিছুটা চাহিদা বাড়াবেন, সেখানে আবার আছে ফিসক্যাল ঘাটতির ঊর্ধ্বসীমার বাধানিষেধ। এই সব সামলে কি করে ফের অর্থনীতির চাকাকে ঘোরাতে পারেন তিনি, সেদিকেই নজর দেশবাসীর।
পরবর্তী ফটো গ্যালারি