বাংলা নিউজ > ছবিঘর > Budget 2021: সড়ক, রেল, চা-বাগান - ভোটের আগে বাজেটে কী কী 'উপহার' পেল বাংলা?

Budget 2021: সড়ক, রেল, চা-বাগান - ভোটের আগে বাজেটে কী কী 'উপহার' পেল বাংলা?

বিধানসভা ভোটের আগে ‘উপহার’ যে আসতে চলেছে, তা প্রত্যাশিত ছিল। তবে একেবারে ঝাঁপি উপুড় করে দিল না নরেন্দ্র মোদী সরকার। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ ‘ভেট’ দিয়ে বাংলার মানুষের মন জয়ের রাস্তা প্রশস্ত করে রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একনজরে দেখে নিন বাজেটে কী কী পেল বাংলা - (একনজরে দেখে নিন বাজেটের ঘোষণা)