বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Lander and Rover Update: চাঁদে হচ্ছে সূর্যোদয়, ল্যান্ডার ও রোভার কি জেগে উঠবে? জানালেন ISRO-র বিজ্ঞানী

Chandrayaan 3 Lander and Rover Update: চাঁদে হচ্ছে সূর্যোদয়, ল্যান্ডার ও রোভার কি জেগে উঠবে? জানালেন ISRO-র বিজ্ঞানী

একটা স্বপ্নপূরণ হয়ে গিয়েছে। তৈরি হয়েছে ইতিহাস। এবার ‘বোনাস’- লক্ষ্য নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ থেকে তোলার চেষ্টা করবে। ইতিমধ্যে চাঁদে সূর্যোদয় হয়েছে। সেই পরিস্থিতিতে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ ভাঙবে কিনা, তা জানালেন ইসরোর বিজ্ঞানী।