China on G20 Delhi Declaration: জি২০-তে যোগ দিতে আসেননি জিনপিং, তবে দিল্লি ঘোষণাপত্রের প্রশংসায় চিন
Updated: 12 Sep 2023, 03:21 PM ISTএই প্রথমবার জি ২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে গেলেন শি জিনপিং। তাঁর বদলে চিনের প্রিমিয়র লি কিয়াং তাঁর দেশের প্রতিনিধিত্ব করেছিলেন দিল্লির সম্মেলনে। সেই সম্মেলনেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় দিল্লি ঘোষণাপত্র। তবে এই নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিল বেজিং। তবে এবার এই ইস্যুতে মুখ খুলল তারা।
পরবর্তী ফটো গ্যালারি