Congress Leader on OPS: 'পুরনো পেনশন স্কিমে ভোটে জেতা যাবে না', OPS নিয়ে 'অন্য সুর' কংগ্রেস নেতার গলায়
Updated: 23 Dec 2023, 05:17 PM ISTসাম্প্রতিককালে পুরনো পেনশন স্কিম নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আসছে কংগ্রেস সহ বিরোধীরা। এদিকে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসতে ওপিএস-কে হাতিয়ার করেছে কংগ্রেস। তবে এবার 'অন্য সুর' শোনা গেল কংগ্রেস নেতার গলাতেই।
পরবর্তী ফটো গ্যালারি