কতদিনের ব্যবধানে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকরা ‘Precaution Dose’ পাবেন, তা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
1/5যাঁরা ‘Precaution Dose’ বা সতর্কতামূলক ডোজ পাওয়ার যোগ্য, তাঁদের ডোজ নেওয়ার সময় চলে আসলে এসএমএস পাঠাবে কো-উইন সিস্টেম। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিজেদের কো-উইন অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকরা নিজেদের ‘Precaution Dose’ বা সতর্কতামূলক ডোজ নেওয়ার সুযোগ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
3/5টিকার দুটি ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ বা ন'মাস সম্পূর্ণ হওয়ার প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মীরা ‘Precaution Dose’ বা বুস্টার ডোজ নেওয়ার যোগ্য হবেন। যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘Precaution Dose’ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হওয়ার ভিত্তিতে ‘Precaution Dose’ বা বুস্টার ডোজ দেওয়া হবে। যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘Precaution Dose’ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5শনিবার ক্রিসমাসের আবহেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী ১০ জানুয়ারি থেকে ওমিক্রন আতঙ্কের মধ্যে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের 'Precaution Dose' দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)