ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়। যা আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামিকাল পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6বৃষ্টির পূর্বাভাস: আগামী ১০ মে (মঙ্গলবার) থেকে আগামী ১৩ মে (শুক্রবার) পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6সতর্কতা: বুধবার (১১ মে) থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির দু'একটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭০ থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6মৎস্যজীবীদের সতর্কতা: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৮ টা ৩০ মিনিটে সুপষ্ট নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থান করছিল। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6মৌসম ভবন: সকাল ১১ টা ৩০ মিনিটের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি কার নিকোবরের (নিকোবর দ্বীপপুঞ্জ) ১৭০ কিলোমিটার পশ্চিম, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৩০০ কিলোমিটার, বিশাখাপত্তনমের দক্ষিণ-পূর্বে ১,২৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১,৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/6মৌসম ভবন: নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রবিবার (৮ মে) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)