বাংলা নিউজ > ছবিঘর > DA Protestors on Panchayat Election: পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের, সরকারকে চাপে ফেললেন কর্মীরা

DA Protestors on Panchayat Election: পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের, সরকারকে চাপে ফেললেন কর্মীরা

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চলছে বিগত ৭০ দিন ধরে। গতকালই ১২ ঘণ্টার কর্মবিরতিও পালন করল সংগ্রামী যৌথ মঞ্চ। আর এরই মধ্যে এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া সুর শোনা গেল ডিএ আন্দোলনকারীদের গলায়। যৌথ মঞ্চের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে ভোটের দায়িত্বে থাকবেন না তাঁরা।