7/8বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা পেল তিনটি আসন।
8/8সেই পরিস্থিতিতে পাহাড়ে নয়া রাজনৈতিক সমীকরণ দেখতে পারছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি যেভাবে পাহাড়ে ফায়দা তুলেছিল, তা ধরে রাখতে পারল না। সেক্ষেত্রে আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরং নয়া দল উঠে এল পাহাড়ে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @HAMROPARTY2021)