বাংলা নিউজ >
ছবিঘর >
গাঁটছড়া বাঁধলেন দীপক চাহার, জয়া ভরদ্বাজের সঙ্গে শুরু করলেন জীবনের নতুন ইনিংস
গাঁটছড়া বাঁধলেন দীপক চাহার, জয়া ভরদ্বাজের সঙ্গে শুরু করলেন জীবনের নতুন ইনিংস
Updated: 02 Jun 2022, 10:31 AM IST
লেখক Sanjib Halder
গাঁটছড়া বাঁধলেন ভারতীয় দলের ফাস্ট বোলার দীপক চাহার। দীর্ঘ সম্পর্কের পর তিনি তার বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন।সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাত ১০টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যদিকে কনে জয়া ভরদ্বাজও দারুণ গেটআপ নিয়েছিলেন। দীপক ও জয়ার বিয়েতে দুই পরিবারের লোকজন আনন্দে মেতে উঠেছিল।
1/6গাঁটছড়া বাঁধলেন ভারতীয় দলের ফাস্ট বোলার দীপক চাহার। দীর্ঘ সম্পর্কের পর তিনি তার বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন। চাহার এবং জয়া, ফতেহাবাদ রোডের জেপি প্যালেসে সাত পাকে বাঁধা পড়লেন। এর আগে মঙ্গলবার মেহেন্দি অনুষ্ঠান ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
2/6IPL 2022-এর মেগা নিলামের সময় CSK ১৪ কোটি টাকায় দীপক চাহারকে কিনেছিল। তবে চোটের কারণে পুরো মরশুম থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএল- শেষেই চার হাত এক করে ফেললেন দীপক চাহার।
3/6বর দীপক চাহার একটি ঘোড়ায় চড়ে ব্যান্ড নিয়ে হোটেলে পৌঁছান। দীপকের পরনে ছিল সাদা শেরওয়ানি ও পাগড়ি। দীপকের ভাই লেগ-স্পিনার রাহুল চাহার এবং বোন মালতি চাহার ব্যান্ড-বাজার সুরে প্রচণ্ড নাচলেন।
4/6সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাত ১০টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যদিকে কনে জয়া ভরদ্বাজও দারুণ গেটআপ নিয়েছিলেন। দীপক ও জয়ার বিয়েতে দুই পরিবারের লোকজন আনন্দে মেতে উঠেছিল। বরের বাবা লোকেন্দ্র সিং চাহার, কাকা দেশরাজ চাহার, ভাই রাহুল চাহার, বোন মালতীর সাথে নেচেছিলেন।
5/6গত বছর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে জয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক। এর আগে দুজনেই দীর্ঘদিন ধরে ডেট করছিলেন। আইপিএল ম্যাচ চলাকালীন, জয়াকে স্টেডিয়ামে বেশ কয়েকবার দীপকের জন্য গলা ফাটাতে দেখা গেছে।
6/6এর আগে, লোকেরা মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানে দীপক চাহার এবং জয়ার দেশি স্টাইল পছন্দ করেছিল। মনীশ মালহোত্রা বিয়ের জন্য দীপক চাহার এবং জয়া ভরদ্বাজের পোশাক ডিজাইন করেছেন। বরের পোশাকের সঙ্গে মিল রেখে মিছিলে হাজির হন চাহার পরিবারের সদস্যরা।