Mohun Bagan match latest update: ‘টিমবাস’ ডিফেন্সে দিশেহারা- এই ৪ সমস্যা ভোগাতে পারে মোহনবাগানকে, অজুহাত কোচের
Updated: 28 Sep 2023, 09:24 AM ISTবেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট এসেছে। তারপর মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোর মুখে সাময়িকভাবে হাসি ফুটলেও তা যে দীর্ঘস্থায়ী হবে না, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ বেঙ্গালুরুর বিরুদ্ধে এমন একাধিক ভুল করেছে মোহনবাগান, যা অন্য কোনও ম্যাচে করলে তিন পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হত।
পরবর্তী ফটো গ্যালারি