DGCA sends notice to Air India and SpiceJet: কুয়াশায় যাত্রীদের ঝুঁকিতে ফেলছে ২ উড়ান সংস্থা? নোটিশ হাতে ধরাল DGCA
Updated: 06 Jan 2024, 03:05 PM ISTচলতি শীতের মরশুমে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন শহরে কুয়াশার দাপট দেখা গিয়েছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দৃশ্যমানতা অনেকটাই নেমেছে অনেক জায়গায়। এর জেরে বিমান ওঠা-নামা ব্যাহত হয়েছে। এরই মাঝে দুই উড়ান সংস্থা নাকি পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের নিয়োগ করেনি এই সব উড়ানে।
পরবর্তী ফটো গ্যালারি