বাংলাদেশে কবে ইদ (Eid 2022) হবে, তা নির্ধারিত হবে আজ। সন্ধ্যা সাতটায় (স্থানীয় সময় অনুযায়ী) বৈঠকে বসবে ইসলামিক ফাউন্ডেশন। তারইমধ্যে আপনি কোথাও শাওয়ালের চাঁদ দেখতে পেলে নির্দিষ্ট ফোন নম্বর বা ফ্যাক্স নম্বরে জানাতে পারবেন। দেখে নিন নম্বরগুলি -
1/6বাংলাদেশে কবে ইদ হবে, তা রবিবার (১ মে) নির্ধারিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6রবিবার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশের সময় অনুযায়ী) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কক্ষে সেই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পৌরহিত্য করবেন বাংলাদেশের ধর্ম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মো. ফরিদুল হক খান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6রবিবার বাংলাদেশে কোথাও চাঁদ দেখা গেলে কয়েকটি নম্বরে ফোন করে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন। ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭, ০২-২২৩৩৮১৭২৫ এবং ০২-৮১০৫০৯১২ নম্বরে ফোন করা যাবে। এছাড়াও ০২-৯৫৫৫৯৫১ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল (২ মে) ইদ (Eid 2022) পালন করা হবে। কিন্তু আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার (৩ মে) উদযাপিত হবে খুশির ইদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6ইদের জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6তারইমধ্যে চাঁদপুর এবং পটুয়াখালির কয়েকটি গ্রামের একাংশ আজই রবিবার পালন করা হচ্ছে। একাংশের দাবি, আফগানিস্তান, নাইজেরিয়া ও মালিতে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আজ ইদ হচ্ছে। তবে অনেকেই সেই পথে হাঁটেননি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)