Elon Musk Poll on Twitter: ‘আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াব?’ পোল করে জানতে চাইলেন ইলন মাস্ক
Updated: 19 Dec 2022, 11:26 AM IST‘আমি কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়াব?’ নিজে... more
‘আমি কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়াব?’ নিজের শেষ টুইটে এই প্রশ্নই করলেন ধনকুবের ইলন মাস্ক। একটি পোল করে তিনি তাঁর ফলোয়ারদের কাছ থেকে এই সংক্রান্ত ‘পরামর্শ’ চেয়েছেন। পাশাপাশি তিনি টুইটে আরও লেখেন, ‘টুইটের ফলাফল যাই হবে, তা আমি মেনে নেব।’
পরবর্তী ফটো গ্যালারি