‘আমি কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়াব?’ নিজে... more
‘আমি কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়াব?’ নিজের শেষ টুইটে এই প্রশ্নই করলেন ধনকুবের ইলন মাস্ক। একটি পোল করে তিনি তাঁর ফলোয়ারদের কাছ থেকে এই সংক্রান্ত ‘পরামর্শ’ চেয়েছেন। পাশাপাশি তিনি টুইটে আরও লেখেন, ‘টুইটের ফলাফল যাই হবে, তা আমি মেনে নেব।’
1/5এর আগে মাস্ক সংস্থার অধিগ্রহণ করার পরপরই কাজের চাপের জন্য টুইটারে পদত্যাগের হিড়িক পড়ে। পরিস্থিতি এমনই হয় যে একটা সময় কর্তৃপক্ষ নিজেরাই জানত না যে কে এখনও অফিসে আছেন আর কে চাকরি ছেড়ে দিয়েছেন। এরও আগে চুক্তি সম্পন্ন হতেই টুইটার সিইও পরাগ আগরওয়াল সহ উচ্চ পদস্থ সব কর্তাকেই সংস্থা থেকে বের করে দিয়েছিলেন মাস্ক। (AFP)
2/5প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করছিলেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। পরে তিনি জানান যে তিনি পূর্ব ঘোষণা মতো টুইটার কিনতে ইচ্ছুক। এর আগে অবশ্য টেসলার সিইও ইলন মাস্ক টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। (AFP)
3/5মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ মিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের তরফে তাঁকে সংস্থা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। সেই যুক্তিতেই টুইটার কেনার চুক্তি থেকে পিছ পা হচ্ছিলেন মাস্ক। এই আবহে এই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের তরফে মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। (AFP)
4/5টুইটারে জাল বা স্প্যাম অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বলেছিলেন ইলন মাস্ক। টুইটার কর্তৃপক্ষ তাঁর প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হয়। আর সেই কারণেই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্ক। তবে শেষ পর্যন্ত আদালতের মামলার সম্মুখীন হয়ে চুক্তি অনুযায়ী টুইটার কিনে নেন মাস্ক। (AFP)
5/5গত এপ্রিল মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেওয়ার প্রস্তাব দেন টেসলার কর্ণধার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,৬৭২ কোটি টাকা। এর আগে মাসের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন ইলন। তারপর শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার কর্ণধার। (AFP)