Ranbir Kapoor on Relationship: প্রেমের ক্ষতি হয় কীসে? রণবীর জানালেন তাঁর উপলব্ধির কথা। পুরনো প্রেম কেন ভেঙেছে, তারও কি ইঙ্গিত আছে কথায়?
1/14সামনেই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তার আগে রণবীর বললেন, কোন কথায় প্রেমের ক্ষতি হয় বেশি? মানে, সত্যি কথা নাকি মিথ্যা কথা? অনেকেই বলছেন, এতে রয়েছে, তাঁর আগের প্রেমগুলি ভাঙার ইঙ্গিতও। তা কি ঠিক? এর আগে তাঁর কোন কোন প্রেমের কথা শোনা গিয়েছিল? দেখে নেওয়া যাক।
2/14অবন্তিকা মালিক: শোনা যায়, ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগেই নাকি তাঁদের মধ্যে প্রেম ছিল। পরে অবন্তিকার সঙ্গে আমির খানের ভাগ্না ইমরান খানের বিয়ে হয়। সেই প্রেম নিয়ে রণবীর বা অবন্তিকা, কেউই খুব কিছু বলেননি।
3/14নন্দিতা মহতানি: ফ্যাশন ডিজাইনার নন্দিতা বর্তমানে বিদ্যুৎ জামেওয়ালের প্রেমিকা। শোনা যায়, তাঁর সঙ্গেও নাকি রণবীরের প্রেম ছিল। কিন্তু দু’জনে কখনও সে কথা প্রকাশ্যে বলেননি।
4/14সোনম কাপুর: ‘ব্ল্যাক’ ছবিতে দু’জনে একসঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। পরে নায়ক-নায়িকা হিসাবে ‘সাওয়ারিয়া’তেও কাজ করেন। শোনা যায়, সেখানেই তাঁদের প্রেম। অল্প কিছু দিনেই সে সম্পর্ক নাকি ভেঙে যায়।
5/14প্রিয়াঙ্কা চোপড়া: ‘আনজানা আনজানি’র শ্যুটিং থেকে নাকি এই দু’জনের প্রেম শুরু হয়। অনেকেই বলেন, পর্দার প্রেম পর্দার বাইরেও জমে উঠেছিল। তবে খুব বেশি দিন নাকি চলেনি এই প্রেম।
6/14দীপিকা পাড়ুকোন: এটি খুবই চর্চিত প্রেম ছিল বলিউডে। ‘বচনা অ্যায় হসিনো’র শ্যুটিং থেকেই নাকি শুরু হয় এটি। তার পরে ভেঙে যায়। শোনা যায়, রণবীর নাকি দীপিকার আড়ালে অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
7/14ক্যাটরিনা কাইফ: ‘আজব প্রেম কি গজব কাহানি’র শ্যুটিং থেকে এই প্রেমের শুরু বলেই শোনা যায়। কিন্তু এটিও প্রায় একই কারণে ভাঙে। শোনা যায়, তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিলেন সম্পর্কে।
8/14নার্গিস ফকরি: শোনা যায়, তাঁর কারণেই নাকি রণবীর আর ক্যাটরিনার প্রেম ভাঙে। তবে এই নিয়ে নিশ্চিত করে কিছু শোনা যায়নি। যদি নার্গিসের সঙ্গে রণবীরের সম্পর্কের মেয়াদও নাকি বিশেষ লম্বা হয়নি।
9/14অ্যাঞ্জেলা জনসন: দু’জনের প্রেম চলছে, এমন খবর জোরদার ভাবে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। মডেল অ্যাঞ্জেলা তখন বেশ চর্চার বিষয়ও ছিলেন। তবে এই গুজবও বেশি দিন স্থায়ী হয়নি।
10/14আমিশা পটেল: ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে রণবীরকে নাকি বহু বার দেখা গিয়েছে আমিশার সঙ্গে। এমনকী রণবীর তাঁর ঘনিষ্ঠ লোকজনের পার্টিতেও আমিশাকে ডাকতেন। তবে এই সম্পর্কও বেশি দিন এগোয়নি।
11/14শ্রুতি হাসান: একটি বিজ্ঞাপন কাজ করার সময়েই নাকি এই দু’জন খুব ঘনিষ্ঠ হয়েছিলেন। সেখান থেকেই প্রেমর কথা ছড়ায়। তবে সেটি আদৌ সত্যি কি না, কেউ জানেন না।
12/14মাহিরা খান: পাকিস্তানের অভিনেত্রী মাহিরার সঙ্গে রণবীরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন, তখন তাঁদের মধ্যে প্রেম চলছে।
13/14আলিয়া ভাট: শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গেই রণবীর সম্পর্ক স্থায়ী হয়েছে। সব জল্পনার ইতি করে ২০২২ সালে দু’জনে বিয়ে করেন। এখন তো তাঁরা বাবা-মা’ও।
14/14কী বলেছেন রণবীর? যা নিয়ে এত জল্পনা? তিনি বলেছেন, কখনও কখনও ক্ষতিকারক নয় মিথ্যার চেয়ে সত্যি কথা প্রেমের বেশি ক্ষতি করতে পারে। তবে পাশাপাশি এটাও বলেছেন, প্রেমে সব সময়েই সত্যিটাই বলা উচিত। তার পরে অনেকেরই মত, এটির পিছনে হয়তো তাঁর নিজের বহু অভিজ্ঞতার আভাসও রয়েছে। তবে বেশির ভাগের মত, এটি তাঁর আগামী ছবি প্রচারই।