Bollywood actresses: কোয়েনা মিত্র, কিম শর্মা থেকে স্নেহা উল্লাল এবং আরও অনেক সেলিব্রিটি বলিউডে সেরা ভাবে ডেবিউ করলেও, একসময় বলিউড থেকে হারিয়ে যান। কারা কারা, দেখুন-
1/7বেশ কিছু বলিউড অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে সেরা ভাবে আত্মপ্রকাশ করেছিলেন। দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। কিন্তু শেষ অবধি সফল কেরিয়ার গড়ে তুলতে পারেননি। কোয়েনা মিত্র থেকে স্নেহা উল্লাল; এই অভিনেত্রীরা একসময় হারিয়ে যান বলিউড থেকে।
2/7মুসাফির ছবির সাকি সাকি গান মনে আছে? অভিনেত্রী কোয়েনা মিত্রর হট এবং কিলার মুভস দর্শকদের মুগ্ধ করেছে। এরপরই বলিউড থেকে টেলিভিশন জগতে স্থানান্তরিত হন কোয়েনা। সলমন খানের রিয়েলিটি শো বিগ বস সিজন ১৩-এ অংশগ্রহণ করেন। ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া, ঝলক দিখলা জা সিজন ৩-এও দেখা যায় অভিনেত্রীকে।
3/7শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘মোহাব্বতে’-এ ছবিতে অভিনয় করেছেন কিম শর্মা। ছবিটি ব্লকবাস্টার হিট হলেও দর্শকরা কিমকে বড় কোনও ছবিতে দেখতে পাননি। কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন কিম।
4/7অভিনেত্রী উদিতা গোস্বামী জেহের, পাপ এবং আকসারের মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সকলকে স্তব্ধ করেছেন। পরিচালক মোহিত সুরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। এখন পেশা বদল করে উদিতা একজন ডিস্ক জকি৷
5/7কাজলের ছোট বোন তানিশা মুখোপাধ্যায় ২০০৩ সালে Sssshhh... দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এমনকি তিনি বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কোনও বড় ছবিতে কাজ পাননি।
6/7অভিনেত্রী ময়ূরী কাঙ্গু 'পাপা কেহতে হ্যায়' ছবি থেকে 'ঘর সে নিকালতে হি' গান থেকে প্রচুর খ্যাতি পেয়েছেন। পরে বলিউডকে বিদায় জানিয়ে টেলিভিশন জগতে পা রাখেন তিনি।
7/7সলমন খানের সঙ্গে ‘লাকি নো টাইম ফর লাভে’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন স্নেহা উল্লাল। অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর অদ্ভুত মুখের মিল রয়েছে, সেই নিয়েও তিনি অনেক খ্যাতি অর্জন করেন। এরপর তিনি বলিউড থেকে তেলুগু ছবিতে পা রাখেন।