Raghuram Rajan on Indian Economy by 2047: ২০৪৭-এর মধ্যে ভারত উন্নত অর্থনীতি হবে? 'মোদীর স্বপ্ন' নিয়ে বিস্ফোরক রঘুরাম
Updated: 27 Mar 2024, 09:50 AM ISTবিগত দিনে বারবার ভারতের 'অমৃতকাল' নিয়ে বার্তা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর গলায়। এরই মধ্যে ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন মোদী। তবে তাঁর সেই স্বপ্ন নিয়েই এবার কটাক্ষ করতে শোনা গেল প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজনকে।
পরবর্তী ফটো গ্যালারি