Films on Netaji Subhas Chandra Bose in multiple language: ১৯৫৫ থেকে একাধিক সিনেমায় বারবার ফিরে এসেছেন সুভাষ। বাংলার বাইরে অন্য ভাষাতেও তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তুলে ধরা হয়েছে তাঁর জীবনের নানা দিক।
1/8১৯৫৫ থেকে একাধিক সিনেমায় বারবার ফিরে এসেছেন সুভাষ। বাংলার বাইরে অন্য ভাষাতেও তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তুলে ধরা হয়েছে তাঁর জীবনের নানা দিক। (Twitter)
2/8সমাধি (১৯৫৫): রমেশ সায়গল পরিচালিত সমাধি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতাদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল। ইন্ডিয়ান ন্যাশানাল আর্মির এক সৈনিক হিসেবে নেতাজির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের কাহিনি দেখানো হয় তখনকার সাদা কালো পর্দায়। জীবনের মায়া ত্যাগ করে দেশের স্বার্থে জীবনদায়ী সংগ্রামকেই তুলে ধরে সিনেমার প্রতি দৃশ্য। (Twitter)
3/8সুভাষ চন্দ্র (১৯৬৬): পীযূষ বসুর পরিচালনায় এই বাংলা ক্লাসিক কটকের ছেলেটির গল্প বলতে বলতে দর্শককে দাঁড় করায় সুভাষের সংগ্রামী জীবনের বিপরীতে। নেতাজী হওয়ার আগে সুভাষের শৈশব, কলেজের দিন, আইসিএস পাস, কংগ্রেসি রাজনীতি ও পুলিশি গ্রেপ্তারের দৃশ্য ফুটে ওঠে সিনেমায়। শিশু সুভাষের ভিতরে কীভাবে ধীরে ধীরে এক মুক্তিযোদ্ধার জেগে ওঠার গল্পই বলেন পীযুষ। (Twitter)
4/8নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো (২০০৪): ২০০৪সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে মহাত্মা গান্ধী এবং সুভাষ চন্দ্র বসুর মধ্যে মতানৈক্যের প্রসঙ্গ আসে। এরপর জার্মানিতে তার পালিয়ে যাওয়া ও দেশের জন্য সংগ্রামের প্রস্তুতি। বিখ্যাত সিনেমাটি শ্যাম বেনেগালের পরিচালনায় মুক্তি পায়। নেতাজির চরিত্রে অভিনয় করেন শচীন খেদেকর। অন্যান্য চরিত্রে ছিলেন যীশু সেনগুপ্ত (শিশির বসু), কুলভূষণ খারবান্দা (উত্তমচাঁদ মালহোত্রা), দিব্যা দত্ত (ইলা বোস)। (Twitter)
5/8অমি সুভাষ বলচি (২০১১): একজন বাঙালির হঠাৎই দেখা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে। তারপরেই জীবন এক অদ্ভুত দিকে মোড় নেয়। মহেশ মাঞ্জরেকর পরিচালিত সিনেমাটিতে দেবব্রত বোস (মিঠুন চক্রবর্তী) তার মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াইয়ে নামে। অনুপ্রেরণা ছিল দেশনায়ক। (Twitter)
6/8দ্য ফরগটেন আর্মি (২০২০): সুভাষ চন্দ্র বসুর জীবনী নিয়ে তৈরি ওয়েব সিরিজটি ২০২০ এর ২৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কবীর খানের পরিচালনায় ছয় পর্বের ডকুমেন্টারিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সৈন্যদের সম্পর্কে অনেক অজানা তথ্য উঠে আসে। দেখানো হয় তাদের মরণপণ লড়াই। (Twitter)
7/8বোস: ডেড/অ্যালাইভ (২০১৭): নয়টি পর্বে তৈরি হয়েছিল এই টেলিভিশন সিরিজ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর রহস্যময় মৃত্যু নিয়ে নানা তত্ত্বকে তুলে ধরা হয় এতে। পরিচালনায় ছিলেন একতা কাপুর। সুভাষ চন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও। (Twitter)
8/8গুমনামি (২০১৯): গুমনামি বাবাই কি নেতাজি? এই বিতর্কিত তত্ত্ব নিয়েই বাংলা সিনেমা গুমনামি বাবা। গুমনামি বাবাই নেতাজি সুভাষ চন্দ্র বসু, এমন দাবির সপক্ষে একাধিক তত্ত্বের কথা তুলে ধরে এই সিনেমা। (Twitter)