প্রকাশ্যে এল স্বঘোষিত আধ্যাত্মিক গুরু নিত্যানন্দের আরও এক কেলেঙ্কারি। সিস্টার সিটির নামে ‘ইউনাইটেড স্টেটস অফ কৈলাস’ ৩০টি মার্কিন শহরের সঙ্গে চুক্তি করেছে সম্প্রতি। উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন প্রদেশ নিউজার্সির শহর নেওয়ার্কের প্রশাসন জানিয়েছিল, অলীক দেশ কৈলাসের সঙ্গে তারা চুক্তি করে 'ভুল করেছে'। সেই 'চুক্তি' বাতিল করার ঘোষণা করে তারা।
1/5নেওয়ার্কের 'ভুল স্বীকার' করার পরই এক রিপোর্টে দাবি করা হল, শুধু নেওয়ার্ক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩০টি শহরের সঙ্গে ঠিক এই একই ধরনের চুক্তি করেছে ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের দেশ। জানা গিয়েছে, সিস্টার সিটি নামের ওই চুক্তির ফলে কৈলাসকে সমস্ত রকম অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরগুলি।
2/5জানা গিয়েছে, নেওয়ার্কের সঙ্গে সিস্টার সিটি চুক্তি করা হয়েছিল গত ১২ জানুয়ারি। নেওয়ার্কের সিটি হলে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই নিয়ে নেওয়ার্ক প্রশাসন বলেছে, যেহেতু গোটা বিষয়টিই প্রতারণার উপর নির্ভর করে হয়েছিল, তাই এই চুক্তি আর বৈধ নয়। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, রিচমন্ড, ভার্জিনিয়া, ডেটন, ওহায়ো, ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্ক, ফ্লোরিডার মতো শহরের সঙ্গেও এই একই ধরনের চুক্তি করে 'কৈলাস'। রিপোর্ট অনুযায়ী, মার্কিন কংগ্রেসের দুই সদস্যও কৈলাসকে 'বিশেষ কংগ্রেশনাল স্বীকৃতি' দিয়েছেন।
3/5রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের সরকারের কাছ থেকে একটি ছোট্ট দ্বীপের জমি কিনে সেখানেই তৈরি হয়েছে ‘রিপাবলিক অফ কৈলাস’। যদিও ইকুয়েডর সরকারের দাবি তাদের দেশের আশাপাশে নিত্যানন্দের দেশের অস্তিত্ব নেই। এদিকে বার বার আবেদন জানানো সত্ত্বেও কৈলাসকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ।
4/5তবে গতমাসেই জেনেভায় রাষ্ট্রসংঘের এক বৈঠকে হাজির হয়েছিলেন এই কাল্পনিক দেশের ‘রাষ্ট্রদূত’ মা বিজয়প্রিয়া নিত্যানন্দ। এরপর থেকেই নিত্যানন্দ এবং তাঁর 'কৈলাস' নিয়ে চর্চা তুঙ্গে। তবে রাষ্ট্রসংঘ জানায়, এনজিও হিসেবে বৈঠকে যোগ দিয়েছিল কৈলাস। তারই মধ্যে সামনে এল এই কেলেঙ্কারির তথ্য।
5/5প্রসঙ্গত, ধর্ষণ এবং অপহরণের অভিযোগে অভিযুক্ত নিত্যানন্দ ২০১৯ সালে ভারত থেকে পালিয়ে যান। এর একবছর পর থেকেই তাঁর এই কাল্পনিক দেশ কৈলাস নিয়ে চর্চা গোটা বিশ্ব জুড়ে। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে নিত্যানন্দের বিরুদ্ধে ২০১০ সালে প্রথম অভিযোগ দায়ের হয়। নিত্যানন্দের বিরুদ্ধে শিশুকে অপহরণ করে আশ্রমে আটকে রাখার অভিযোগও দায়ের হয়। এহেন প্রতারক এখন নিজের 'দেশ' চালাচ্ছেন অজানা কোনও দ্বীপে।