বৃহস্পতিবার সোনা এবং রুপোর দাম কত আছে? তা দেখে নিন।
1/5বিশ্ব বাজারের রেশ ধরে বৃহস্পতিবার ভারতে অনেকটাই পড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭,৭৭২ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
2/5সেই পতনের ফলে রেকর্ড দরের থেকে আপাতত ৮,৪০০ টাকার মতো সস্তা আছে হলুদ ধাতু। ২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকার কাছে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে যথেষ্ট উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম কমে দাঁড়িয়েছে ১,৮১০.৫৬ ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের বিজ্ঞপ্তির কারণে বিশ্ব বাজারে সোনার দামের উপর চাপ বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
4/5অন্যদিকে, লক্ষ্মীবারে ভারতীয় বাজারে কমেছে রুপোর দাম। শুধু তাই নয়, বড়সড় পতনের মুখেও পড়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ১.৪ শতাংশ কমে হয়েছে ৬১,৩৭০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)