বাংলা নিউজ >
ছবিঘর >
মডেলিং থেকে বলিউডে ডেবিউ এবং দীর্ঘ কেরিয়ার, অবাক করা ট্রান্সফরমেশন ক্যাটরিনার
মডেলিং থেকে বলিউডে ডেবিউ এবং দীর্ঘ কেরিয়ার, অবাক করা ট্রান্সফরমেশন ক্যাটরিনার
Updated: 16 Jul 2022, 12:00 PM IST
লেখক Priyanka Bose
আজ ৩৯-এ পা দিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ কেরিয়ারে নিজেকে কতটা বদলে ফেলেছেন নায়িকা? এই ছবিগুলি না দেখলে বিশ্বাস হবে না।
1/15আজ অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন। ৩৯ বছরে পা রাখলেন নায়িকা। এই জন্মদিনটা একটু বেশিই স্পেশ্যাল ক্যাটরিনার জন্য। কারণ গত বছরের শেষের দিকে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। মডেলিংয়ের দিন থেকে বলিউডে ডেবিউ এবং হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত ক্যাটরিনা নিজেকে অনেক পরিবর্তন করেছেন। (ছবি ইনস্টাগ্রাম)
2/15পুচকে বয়সে মায়ের সঙ্গে ক্যাটরিনা। ছোট থেকে ভারী মিষ্টি দেখতে অভিনেত্রীকে।
3/15১২ বছর বয়সে ক্যাটরিনার ছবি। নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন নায়িকা।
4/15কিশোরী বয়সে ক্যাটরিনা কাইফের ছবি।
5/15কোরিওগ্রাফার এবং মডেল মার্ক জে রবিনসন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনা, দীপিকাদের সঙ্গে পুরনো এই ছবি শেয়ার করেছেন। এই সময় মডেলিং করতেন ক্যাট সুন্দরী।
6/15ক্যাটরিনা কাইফের মডেলিং করার সময়কার ছবি।
7/15মডেল-উদ্যোক্তা শমিতা সিং লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। এতে ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, আঁচল কুমার এবং অদিতি গোবিত্রিকরের সঙ্গে শমিতা এবং আরও অনেকে রয়েছেন।
8/15২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন ক্যাটরিনা।
9/15শুরু থেকেই বলিউডে একাধিক সাহাসী এবং বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে নায়িকাকে।
10/15ডেভিড ধাওয়ানের ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবি দিয়েই বলিউডে ক্যাটরিনাকে খ্যাতি এনে দেয়। ছবির পোস্টারে ক্যাটরিনার সঙ্গে তাঁর সহশিল্পী সলমন খান ও সুস্মিতা সেন।
11/15বোন ইসাবেলা কাইফের সঙ্গে ক্যাটরিনা কাইফের অল্প বয়সের ছবি।
12/15মেরে ব্রাদার কি দুলহান (২০১১) ছবির পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে ক্যাটরিনা।
13/15অনুষ্কা শর্মার সঙ্গে অনেক পুরনো ছবি ক্যাটরিনার।
14/15২০২১ সালের ডিসেম্বরে বয়সে ছোট ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ।
15/15বর্তমানে বলিউডের অন্যতম বোল্ড, সফল এবং প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফ। বলি সুন্দরীকে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে জন্মদিনের অনেক শুভেচ্ছা।