Heavy Rain Forecast on Nabami and Dashami: উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তবে নবমীর দুপুরে আলিপুর আবহাওয়া অফিসের আপডেটে স্বস্তি পাবেন উত্তরবঙ্গের মানুষ। তারইমধ্যে দুর্গাপুজোর নবমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
1/6নবমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অবশ্য কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না বলে ধারণা করা হয়েছিল। তাছাড়া অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবি সৌজন্যে এপি)
2/6দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আটটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
3/6নবমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। তাছাড়া অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবি সৌজন্যে বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)
4/6দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: দশমীতে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া - কোনও জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6নবমীতে কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনভর সাধারণত আকাশ মেঘলা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6দশমীতেও কলকাতার আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না। আলিপুরদুয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)