কবে থেকে Hero MotoCorp-র মোটরসাইকেল, স্কুটারের দাম বাড়বে? দেখে নিন।
1/4আগামী ৫ এপ্রিল থেকে বাড়তে চলেছে Hero MotoCorp-র বাইক এবং স্কুটারের দাম। ২,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হবে। এক্স-শোরুম মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানো হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/4Hero MotoCorp-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হবে। ঠিক কত টাকা দাম বাড়ানো হবে, তা বাজার ও নির্দিষ্ট মডেলের উপর নির্ভর করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে @HeroMotoCorpIndia)
3/4হিরো মোটোকর্পের তরফে জানানো হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। সেই পরিস্থিতিতে মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে @HeroMotoCorpIndia)
4/4উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে টয়োটা, অডি, বিএমডব্লুউ, মার্সিডিজ বেনজের মতো সংস্থা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মাস থেকে দাম বাড়ানো হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)