Himachal Pradesh Exit Poll Results 2022: বিধানসভা কেন্দ্রের সংখ্যা মাত্র ৬৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩৫। বুথফেরত সমীক্ষায় হিমাচল কার দখলে যাবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তা দেখে নিন -
1/4ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে সামান্য এগিয়ে আছে কংগ্রেস। ৩০ থেকে ৪০ টি আসন যেতে হাত শিবিরের ঝুলিতে যেতে পারে। বিজেপি জিততে পারে ২৪ থেকে ৩৪ টি আসনে। আপ খাতা খুলতেই পারবে না। চার থেকে আটটি আসনে জিতবেন নির্দল প্রার্থীরা। (ছবি সৌজন্যে পিটিআই)
2/4টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে ৩৪ থেকে ৪২ টি আসনে জিততে পারবে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২ টি আসন। আপের ঝুলিতে কোনও আসন যাবে না। একটি থেকে তিনটি আসনে জিততে পারে নির্দল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে বিজেপি ৩৪-৩৯ টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ২৮-৩৩ আসনন। আম আদমি পার্টির (আপ) ঝুলিতে যেতে পারে সর্বাধিক একটি আসন। নির্দলরা একটি থেকে চারটি আসনে জিততে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথফেরত সমীক্ষা: বিজেপির ঝুলিতে যেতে পারে ৬২ টি আসন (প্রাপ্ত ভোট ৬০ শতাংশ)। কংগ্রেস পাঁচটি আসনে জিততে পারে (প্রাপ্ত ভোট ২৫.৯ শতাশ)। একটি আসনে জিততে পারে আম আদমি পার্টি (আপ) (প্রাপ্ত চার শতাংশ)। নির্দল প্রার্থী কোনও আসন পাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে