গরমের শেষ দিক আর বর্ষার শুরু— এই সময়ে অনেকের বাড়িতেই আরশোলার উৎপাত মারাত্মক বেড়ে যায়। কী করে তাড়াবেন এদের?
1/6ঘরে একবার আরশোলার উৎপাত শুরু হলে, তা সামলানো খুব কঠিন। বিশেষ করে গরমের শেষে আর বর্ষার গোড়ার দিকে এই উৎপাত মারাত্মকভাবে বেড়ে যায়। এই সমস্যা থেকে বাঁচবেন কীভাবে?
2/6আরশোলা চাড়ানোর জন্য নানা রকম কীটনাশক পাওয়া যায়। কিন্তু এগুলি আরশোলা তাড়ানোর পাশাপাশি শরীরেরও ক্ষতি করে। বিশেষ করে শিশুদের। কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়েই আরশোলা তাড়ানো সম্ভব আর মানুষের শরীরেরও ক্ষতি হয় না।
3/6তেজপাতা: এর ঝাঁঝালো গন্ধে আরশোলা পালাতে পারে। তেজপাতা ভালো করে শুকিয়ে বা ভেজে গুঁড়ো করে নিন। সপ্তাহে অন্তত দু’বার ঘরের কোণাগুলিতে তেজ পাতার গুঁড়ো ছড়িয়ে দিন। তাতেই কাজ হবে। আর আরশোলা আসবে না।
4/6বোরিক পাউডার: আরশোলার উৎপাত মারাত্মক বেড়ে গেলে বোরিক পাউডার ব্যবহার করতে পারেন। ভাতের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন। আরশোলা এটি খেয়ে মরে যেতে পারে।
5/6বেকিং সোডা আর চিনি: আরশোলা চিনি খায়। চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখলে, সেটি খেয়ে আরশোলা মরে যেতে পারে। বা অস্বস্তির কারণে এলাকা ছেড়ে পালাতে পারে।
6/6অ্যামোনিয়া: অ্যামোনিয়া দিয়ে সহজেই তাড়ানো যায় আরশোলা। ৫ লিটার জলে দুই কাপ অ্যামোনিয়া গুলে সপ্তাহে তিন দিন ঘর মুছুন। তাতে আরশোলা আর আসবে না।