বাংলা নিউজ > ছবিঘর > In Hand Salary Hike: এই উপায়ে সহজেই বাড়বে ‘ইন হ্যান্ড স্যালারি’, জানতে চান বিশদ?

In Hand Salary Hike: এই উপায়ে সহজেই বাড়বে ‘ইন হ্যান্ড স্যালারি’, জানতে চান বিশদ?

বর্তমানে কর্পোরেট জগতের বেতনভোগী কর্মচারীদের ‘গ্রস’ বেতন থেকে ২০ থেকে ৩০ শতাংশ ‘কাটা হয়’। পিএফ, গ্র্যাচুইটি, ট্যাক্স বাবদ এই টাকা কাটে। এর ফলে ‘গ্রস’ বেতন থেকে অনেকটা কম টাকাই হাতে আসে কর্মচারীদের। এই আবহে নিজের বেতন পরিকাঠামোতে ছোট্ট বদল এনে ‘ইন হ্যান্ড স্যালারির’ পরিমাণ বৃদ্ধি করতে পারেন সংশ্লিষ্ট কর্মী।