INDIA Block meet: পিছিয়ে গেল ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ, বৈঠকে কোন কোন ইস্যু নিয়ে আলোচনা?
Updated: 01 Sep 2023, 12:46 PM ISTবিরোধী ২৮ টি দল মুম্বইয়ের গ্র্য়ান্ড হায়াত হোটেলে শুক্রবার বৈঠকে বসছে। বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার সমেত বহু নেতা নেত্রীরা। তারই মাঝে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন যে, শুক্রবার প্রকাশিত হচ্ছে না ইন্ডিয়া জোটের লোগো।
বিজেপি বিরোধী ২৮ টি দল মুম্বইয়ের গ্র্য়ান্ড হায়াত হোটেলে শুক্রবার বৈঠকে বসছে। বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ থেকে সোনিয়া গান্ধী, লালু প্রসাদের মতো নেতা নেত্রীরা। তারই মাঝে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন যে, শুক্রবার প্রকাশিত হচ্ছে না ইন্ডিয়া জোটের লোগো। (ANI Photo)
(Congress Twitter)