IndiGo's Statement on Flight Delays: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ ইন্ডিগোর ওপর, ক্ষমা চাইল উড়ান সংস্থা
Updated: 15 Jan 2024, 09:01 AM ISTভোরের দিকে কলকাতা এবং তৎসংলগ্ন দমদম অঞ্চলে কুয়াশা দেখা দিচ্ছে। বিগত কয়েকদিন ধরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ায় তাই ভোরের দিকে দৃশ্যমানতা কমছে তিলোত্তমায়। তবে কিছুটা বেলা গড়ালেই তা ঠিক হয়ে যাচ্ছে। তবে বিমানযাত্রীদের তাতেও দুর্ভোগের অন্ত নেই। এই আবহে দিল্লিগামী বিমান ঘণ্টার পর ঘণ্টা দেরি করে রবিবার।
পরবর্তী ফটো গ্যালারি