iPhone 14 সিরিজ লঞ্চ হতে আর মাত্র কয়েক মাস বাকিষ ইতিমধ্যেই এর ফিচার্স, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে নানা জল্পনা চারদিকে। এক নতুন লিক অনুযায়ী, iPhone 14 এবং iPhone 14 Max-এ হায়ার রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকতে পারে।
1/6বাজার গবেষণা সংস্থা ওমডিয়ার মতে, iPhone 14 এবং iPhone 14 Max, দুটি ফোনেই LTPS এবং LTPO OLED ডিসপ্লে প্যানেল থাকবে। পাবেন দুর্দান্ত রিফ্রেশ রেট থাকবে৷ ছবি: ফ্রন্টপেজ টেক (Front Page Tech)
2/6iPhone 13 এবং iPhone 13 Mini-তে বর্তমানে 60Hz রিফ্রেশ রেট রয়েছে। নতুন iPhone 14-এ সেটা 90 বা 120Hz পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। অবশ্য আজকাল বাজেট ফোনেও এমন হাই রিফ্রেশ ডিসপ্লে থাকে। ছবি: ফ্রন্টপেজ টেক (Front Page Tech)
3/6তবে বাজেট ফোনের সঙ্গে আইফোনের তুলনা হয় না। অ্যাপেল প্রোডাক্টের স্পেসিফিকেশন কম হলেও তা অনেক সময়ে হাই স্পেসিফিকেশনের অন্য ফোনদের টেক্কা দেয়। ছবি: ফ্রন্টপেজ টেক (Front Page Tech)
4/6পরিবর্তনশীল রিফ্রেশ রেট থাকলে সবচেয়ে বেশি সুবিধা হবে। কারণ গেমিংয়ের সময়ে হাই রিফ্রেশ রেট লাগলেও, সাধারণ ব্রাউজিং, কোনও লেখা পড়ার সময়ে অতটা হাই রিফ্রেশ রেট থাকে না। ছবি: ফ্রন্টপেজটেক (Front Page Tech)
5/6নতুন আইফোনে অবশেষে বিশাল নচ থেকে বের হবে অ্যাপেল, এমনটাই মনে করা হচ্ছে। ফলে নতুন iPhone 14 কেনার একটা বড় কারণ হতে চলেছে এটা। ছবি: ফ্রন্টপেজটেক (Front Page Tech)
6/6সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে যে, নতুন আইফোন 14 ম্যাক্সকে, আইফোন 14 প্লাসও বলা হতে পারে। ছবি: ফ্রন্টপেজটেক (Front Page Tech)