প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগুন ঝরিয়েছেন কুলদীপ যাদব। এর বাইরেও একাধিক তারকা তাদের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁরা কারা জানেন? নিজেরাই দেখে নিন সেই তালিকা।
1/5বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাঁর প্রাক্তন টিম কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচের সেরা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। কলকাতাকে জয়ের জন্য ২১৬ রানের বিশাল টার্গেট দিয়েছিল দিল্লি। কিন্তু ১৭১ রানে গুটিয়ে যায় কেকেআর। ১৬তম ওভারে কুলদীপ বল করতে এসেই নাইটদের জেতার ক্ষীণ আশাটুকুও শেষ করে দেন। সেই ওভারে প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদবকে ফেরান কুলদীপ। এ ছাড়াও ছন্দে থাকা শ্রেয়সকেও ফেরান তিনি। পুরনো টিমের বিরুদ্ধে একেবারে আগুন ঝরিয়ে যেন প্রতিশোধ নেন চায়নাম্যান।
2/5চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএল ২০২২-এ তাঁর প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ৪৬ বলে বিধ্বংসা অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি ব্যাটার পাঁচটি চার এবং আটটি ছক্কা মেরে এই ইনিংস খেলেন। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তখন ৩৭ রান চেন্নাইয়ের। বেশ চাপে পড়ে গিয়েছিল সিএসকে। সেই সময়ে ক্রিজে আসেন শিবম দুবে। এর পর থেকেই শুরু হয় রবিন উত্থাপ্পা-শিবম তাণ্ডব। একেবারে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন তাঁরা। মাত্র ৭৩ বলে ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে এই জুটি। যা তৃতীয় উইকেটে বা তার নীচে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই সঙ্গে ২০ ওভারে চেন্নাই ৪ উইকেটে ২১৬ রানের বড় ইনিংস গড়ে। যা এ বার আইপিএলে কোনও দলের করা সর্বোচ্চ রান।
3/5নিলামের আগে তাকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে আরসিবি রিটেন না করায় অবাক হয়েছিল ক্রিকেট মহল। এমন কী নিলামেও চাহালকে কেনেনি ব্যাঙ্গালোর। আরসিবি-র চাহালকে দলে না নেওয়া নিয়ে বহু জলঘোলা হয়েছে। তবে চাহাল যে আরসিবি-র সিদ্ধান্ত আঘাত পেয়েছিল, তা বিভিন্ন সময়ে নানা ভাবে প্রকাশ্যে এসেছে। আর আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে যেন সেই যন্ত্রণাটাই আগুনে পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে চাহাল তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থানের হয়ে বিস্ফোরণ ঘটান।৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ফ্যাফ ডু'প্লেসি এবং ডেভিড উইলির মতো ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। যদিও চাহালের লড়াই ব্যর্থ করে আরসিবি ৪ উইকেটে ম্যাচটি জিতে যায়।
4/5রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার জস বাটলার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৬৮ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই সেঞ্চুরিতে রয়েছে ১১টি ৪ এবং ৫টি ছয়। বাটলারকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। কারণ মুম্বইকে ৮ উইকেটে হারায় রাজস্থান। মূলত বাটলারের ১০০ রানের হাত ধরে ৮ উইকেটে ১৯৩ করেছিল রাজস্থান। নির্দিষ্ট ২০ োবারে ৮ উইকেটে ১৭০ রান করে মুম্বই। প্রসঙ্গত ২০১৬ এবং ২০১৭ আইপিএলে মুম্বইয়ের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছিলেন বাটলার।
5/5প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্সেপ বিরুদ্ধে ম্যাচে রবিন উথাপ্পা ৫০ বলে দুরন্ত ৮৮ রান করেন। অভিজ্ঞ ব্যাটার তাঁর এই এই ইনিংসে চারটি চার এবং নয়টি ছক্কা হাঁকিয়েছিলেন এবং শিবম দুবের সঙ্গে তৃতীয় উইকেটে ১৬৫ রানের জুটি গড়েছিলেন। গত মরসুমে সিএসকে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন উথাপ্পা।