Gaza war: 'আমার ভয় করছে', গাজায় মৃতদেহের স্তূপের মাঝে প্রাণরক্ষায় সাহায্য চেয়েছিল এই শিশু, এবার মিলল তারও মরদেহ
Updated: 12 Feb 2024, 01:26 PM ISTকয়েক সপ্তাহের চেষ্টার পর শনিবার রজবের কাছে পৌঁছতেই... more
কয়েক সপ্তাহের চেষ্টার পর শনিবার রজবের কাছে পৌঁছতেই এই প্রতিষ্ঠানের সদস্যরা ছোট্ট ছয় বছরের মেয়েটির নিথর দেহ উদ্ধার করে। যে ছোট্ট মানুষটি প্রাণে বাঁচতে চেয়েছিল, তার দেহ গাজা যুদ্ধের মাঝে পড়ে আছে, তবে তাতে আর নেই প্রাণ।
পরবর্তী ফটো গ্যালারি