ISRO Satellite image of Sikkim Flood: কীভাবে সিকিমে শুরু হয় ভয়াবহ বন্যা? বিভীষিকা ফুটে উঠল ইসরোর উপগ্রহ চিত্রে
Updated: 05 Oct 2023, 07:50 AM ISTবন্যায় বিধ্বস্ত সিকিম। বাকি দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই রাজ্য। মেঘ ভাঙা বৃষ্টির জেরে লোনাক লেকের জলাধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বন্যা। আর ইসরোর উপগ্রহ চিত্রে ফুটে উঠল এই বন্যার বিভীষিকা।
পরবর্তী ফটো গ্যালারি