মহাকাশ পর্যটনের বাজার দখল করতে মার্কিন মুলুকে ইলন মাস্ক এবং জেফ বেজোস একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছিলেন আগেই। এবার দুই ধনকুবেরের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশ পর্যটনে হাত পাকাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, আর কয়েক বছর পরই মহাকাশ পর্যটন খাতে নামার পরিকল্পনা রয়েছে তাদের।
1/4ইসরোর আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের তৈরি রকেটে করেই আর কয়েক বছর পর ঘুরতে যাওয়া যাবে মহাকাশে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, সংস্থার মহাকাশ পর্যটন সংক্রান্ত পরিকল্পনা অনেক দূর এগিয়ে গিয়েছে। এমনকী মহাকাশ ভ্রমণের জন্য রকেটের এক একটি আসনের মূল্য নির্ধারণ করা হয়ে গিয়েছে। (MINT_PRINT)
2/4ইসরোর তরফে জানানো হয়েছে ২০৩০ সালেই মহাকাশ পর্যটন খাতে নামতে পারে তারা। এর জন্য এক একজন মহাকাশ পর্যটককে খরচ করতে হতে পারে প্রায় ৬ কোটি টাকা করে। যদিও ইসরোর প্রধান এখনও জানাননি যে, সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় রকেটে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। (MINT_PRINT)
3/4কীসের ভিত্তিতে মহাকাশ পর্যটকদের এক একটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে? ইসরো প্রধান জানান, ব্লু অরিজিন, ভার্জিন গ্যালাকটিকের মতো সংস্থার টিকিটের মূল্যের বিচারেই এক একটি আসনের জন্য ৬ কোটি টাকা দাম নির্ধারণ করেছে ইসরো। এই নিয়ে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী জিতেন্দ্র সিংও জানিয়েছেন যে ইসরো 'সাব-অর্বিটাল স্পেস টুরিজম' নিয়ে কাজ চালাচ্ছে। (MINT_PRINT)
4/4এই বিষয়ে ইসরো প্রধান বলেছেন, 'এখন সকলেই নিজেদের মহাকাশচারী হিসাবে পরিচয় দিতে পারবেন। মহাকাশ পর্যটন নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, তা অনেকটাই পরিকল্পনামাফিক ভাবে এগিয়ে গিয়েছে।' মনে করা হচ্ছে, রকেটে করে মহাকাশ পর্যটকদের সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। প্রায় ১৫ মিনিট মহাকাশে থাকতে পারবেন পর্যটকরা। (MINT_PRINT)