বাংলা নিউজ > ছবিঘর > ISRO Space Tourism: এবার মহাকাশ পর্যটন শুরু করবে ইসরো, এক একটি আসনের দাম শুনলে ঘুরবে মাথা

ISRO Space Tourism: এবার মহাকাশ পর্যটন শুরু করবে ইসরো, এক একটি আসনের দাম শুনলে ঘুরবে মাথা

মহাকাশ পর্যটনের বাজার দখল করতে মার্কিন মুলুকে ইলন মাস্ক এবং জেফ বেজোস একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছিলেন আগেই। এবার দুই ধনকুবেরের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশ পর্যটনে হাত পাকাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, আর কয়েক বছর পরই মহাকাশ পর্যটন খাতে নামার পরিকল্পনা রয়েছে তাদের।