করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে 'জনতা কার্ফু'-তে নিজেদের ঘরবন্দি রাখছেন কলকাতার মানুষ। ধর্মতলা থেকে সেক্টর ফাইভ - সর্বত্রই ছবিটা এক। হাতেগোনা দোকানপাট খুলেছে। রাস্তাঘাটে কিছু সরকারি বাস, ট্যাক্সির দেখা পাওয়া গেলেও তাতে যাত্রী সংখ্যা নিতান্ত কম। একই অবস্থা ট্রেন, অটোয়। দেখে নিন 'জনতা কার্ফু'-তে কলকাতার চিত্র -
9/10ঘরের রয়েছেন মহানগরীর বাসিন্দারা। পারতপক্ষে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। (ছবি সৌজন্য এএফপি)
10/10খাঁ খাঁ করছে ধর্মতলা চত্বর। কোনও বেসরকারি বাস দেখা যাচ্ছে না। গুটিকয়েক সরকারি বাস চোখে পড়েছে। অ্যাপ ক্যাবও প্রায় অমিল। বন্ধ চা দোকানও। (ছবি সৌজন্য সংগৃহীত)