Dalit judges of Supreme Court: একইসঙ্গে ৩ দলিত বিচারপতি সুপ্রিম কোর্টে, জাস্টিস ভারালের শপথের পরে তৈরি ইতিহাস
Updated: 25 Jan 2024, 01:51 PM ISTসুপ্রিম কোর্টে ইতিহাস তৈরি হল। প্রথমবার একইসঙ্গে তিন দলিত বিচারপতি পেল ভারতের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেব শপথগ্রহণ করলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি পি বি ভারালে। তার ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৪।
পরবর্তী ফটো গ্যালারি