Kalinga Super Cup: সুপার কাপে ক'জন বিদেশি খেলাতে পারবে ইস্টবেঙ্গল-মোহনবাগান? জানিয়ে দিল ফেডারেশন, সূচি ঘোষণা ১৮ ডিসেম্বর
Updated: 15 Dec 2023, 06:47 AM ISTকলিঙ্গ সুপার কারে ৬ জন করে বিদেশিকে খেলানো যাবে। এফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশব। সুপার কাপের বিজয়ী দল পরের বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এএফসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ছ'জন বিদেশি খেলানোর অনুমতি রয়েছে। তবে তার মধ্যে একজনকে এশীয় কোটার প্লেয়ার হতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি