1/5‘হোম সুইট হোম’… জুহুতে বিয়ের পর নতুন বাড়ি নিয়েছেন ভিকি আর ক্যাটরিনা! সেখান থেকেই শেয়ার করলেন ছবি। নতুন বাড়ির কাউচে বসে লাইট ব্রাউন কার্ডিগ্যানে ক্যাটের এই ছবি েখন ভাইরাল!
2/5তবে, ক্যাটরিনার শেয়ার করা ছবিতে তাঁদের নতুন বাড়ির অন্দরসজ্জা যেমন সকলের নজর কেড়েছে, তেমনই চোখে পড়ছে মঙ্গলসূত্রও। জানা গিয়েছে, নতুন বউয়ের গলার মঙ্গলসূত্রের দাম ৫ লাখ টাকা। যা হিরের দ্যুতিতে উজ্জ্বল। নায়িকার মঙ্গলসূত্রটিও ডিজাইন করেছেন সব্যসাচী।
3/5বিয়ের পরের প্রথম বড়দিন পরিবার ও বন্ধুদের সাথে পালন করেছিলেন ভিকি আর ক্যাটরিনা নিজেদের এই বাড়িতেই। আর তখন এই ছবিটি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
4/5আর এই ছবি ক্যাটরিনা শেয়ার করেছিলেন নিজের ইনস্টা স্টোরিতে জুহুর এই বাড়িতে গৃহপ্রবেশের পুজোর পরের দিন!
5/5বছর দুয়েক গোপনে প্রেম সেরে চলতি বছরের ডিসেম্বর মাসে ধুমধাম করে একেবারে বিয়েটাই সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিউডের এই নবদম্পতিকে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন ভক্তরা। আর ক্যাটরিনার সোশ্যাল মিডিয়া পোস্ট বুঝিয়ে দিচ্ছে বিয়ের পর ভিকির সাথে জীববের প্রতিটা মুহূর্ত কতটা উপভোগ করছেন এই সুন্দরী!