চাবুক ফিগার আর সাহসী ছবিতে নেটিজেনদের রাতের ঘুম কাড়ছেন শ্রীদেবীর ছোট মেয়ে, খুশি কাপুর।
1/7মা বলিউডের সুপারস্টার, বাবা নামী প্রযোজক। দিদি-দাদারাও প্রতিষ্ঠিত তারকা। শ্রীদেবীর ছোট মেয়ে খুশির বলিউডে অভিষেক শুধু সময়ের অপেক্ষা। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন খুশি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7এবার নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন জাহ্নবীর ছোট বোন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক্কেবারে রাজকুমারীর বেশে পাওয়া গেল খুশিকে। আর সেই ছবির ক্যাপশনে খুশি লিখলেন- ‘প্রিন্সেস অফ মাই বেডরুম’।
3/7ছবিতে হালকা বেগুনি রঙের ফ্লোরাল প্রিন্টেট ড্রেসে পাওয়া গেল খুশিকে। স্লিট পোশাকের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে উরু। ডিপ নেক লাইনের ফাঁক দিয়ে সুস্পষ্ট বক্ষবিভাজিকা।খুশির এই বোল্ড ছবিতে মুগ্ধ নেটিজেনরা। পিছিয়ে থাকলেন না বলিউড পরিবারের অন্য সদস্যরাও।
4/7খুশির ছবির কমেন্ট বক্সে তুতো বোন শানায়া লেখেন- ‘সুন্দরী’, বচ্চনের নাতনি নভ্যা লেখেন- ‘ওহ হ্যালো’। ইনস্টায় হামেশাই এহেন সাহসী ছবি পোস্ট করেন খুশি। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় খুশি কাপুর। রয়েছে তাঁর অজস্র ফলোয়ার্স।
5/7রাতপোশাকে ছবি সোশ্যালে পোস্ট করতেও পিছপা হন না এই স্টার কিড। মূলত ইনস্টাগ্রামে ফ্যাশন ব্লগার খুশি। তুতো বোন শানায়া কাপুরের মতো ‘জেন জেড’(Gen Z) ব্রান্ডের মুখ শ্রীদেবী তনয়া।
6/7শর্ট স্কার্ট থেকে ডিসট্রেসড জিনস খুশির যে কোনো আউটফিটই ফ্যাশন স্টেটমেন্ট। সুহনার মতো মার্কিন মুলুকে পড়াশোনা করেছেন খুশিও। লস অ্যাঞ্জেলসে অভিনয় নিয়েই স্নাতোক পড়ছেন খুশি।
7/7সদ্যই মুম্বইয়ে ফিরেছেন খুশি কাপুর। মেয়ের অভিনয় কেরিয়ার নিয়ে বনি কাপুর কিছুদিন আগে জানান, ‘খুশি অভিনয়ের ব্যাপারে ভীষণ আগ্রহী। খুব শীঘ্রই আপনারা কোনও ঘোষণা শুনতে পাবেন’।