Kolkata Airport: দেশের সবচেয়ে লাভজনক কলকাতা বিমানবন্দরেই টয়লেটের দুরাবস্থা! অবশেষে নড়ল টনক
Updated: 17 Feb 2023, 11:16 AM ISTসম্প্রতি নিখিল আগরওয়াল নামের এক ব্যক্তি কলকাতা বিমানবন্দরের শৌচাগারের দুরাবস্থার কথা টুইটারে শেয়ার করেন। অপর এক টুইটার ব্যবহারকারী সন্দীপ ঘোষ লেখেন, 'দেশের প্রথম সারির বিমাবন্দরগুলির মধ্যে কলকাতার শৌচাগার সবচেয়ে খারাপ।' তাঁর সেই টুইটে প্রায় ৮৪ জন কমেন্ট করেন।
পরবর্তী ফটো গ্যালারি