Kolkata Weather Today: বর্ষার প্রবল বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি উত্তরবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আজকে ভোরে প্রবল বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গী ছিল বজ্রবিদ্যুৎ। এই আবহে সকাল থেকেই কলকাতা এবং পার্শ্বর্তী অঞ্চলের আকাশ মেঘলা। আজকে দিনভরই আকাশ মেঘলা থাকবে বলেই মনে করা হচ্ছে।
2/4আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত সামান্য কমলেও ফের একবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী ২৩ এবং ২৪ জুন দার্জিলিং-কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/4আগামী ৫ দিন দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বিকেলে এবং সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দিনের আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)