বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে হু হু করে। সর্বোচ্চ তাপমাত্রাও নিম্নমুখী বুধবার সকালে। উত্তুরে হাওয়ার দাপটে শীত অনুভূত হচ্ছে শহর এবং শহরতলিতে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার এই নিম্নমুখী যাত্রা জারি থাকবে বলে জানা গিয়েছে। এদিকে শৈলশহর দার্জিলিঙেও আজ বেশ ঠান্ডা। পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় আজ।
1/5আগামী পাঁচ দিনের পূর্বাভাসে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, কলকাতার তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মূলত শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে আগামী কয়েকদিন। তবে ভোরের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে। বেলায় রোদ উঠতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। (AFP)
2/5দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে আগামী ক'দিনে। পাহাড় ছাড়াও উত্তরবঙ্গের সমতল এলাকাতে ঠান্ডা পড়বে। মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সিকিমে তুষারপাত হয়েছে ইতিমধ্যেই। ৪ জানুয়ারি, দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েক দিনে পারদ নামতে পারে ৮ ডিগ্রিতে। (AFP)
3/5তবে ঠান্ডার এই দাপুটে ইনিংস বেশিদিন স্থায়ী হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ৮ জানুয়ারি থেকে ফের একবার তাপমাত্রার পারদ চড়তে পারে বলে জানা যাচ্ছে। কলকাতায় আগামিকাল তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। এরপর ৮ জানুয়ারি ফের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যেতে পারে। ৬ ও ৭ জানুয়ারি যথাক্রমে সর্বনিম্নত তাপমাত্রা ১৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর ৮ জানুয়ারি থেকে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে। (AFP)
4/5চলতি মরসুমে ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হয়নি। তাই উত্তুরে হাওয়া সেভাবে বাংলায় প্রবেশ করতে পারেনি এই কুয়াশা করিডরের কারণে। আদতে বৃষ্টি হলে জলীয় বাষ্প ধুয়ে যেত। সেই ক্ষেত্রে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারত রাজ্যে। তবে ধীরে ধীরে কুয়াশা করিডর ছোট হতে শুরু করেছে। এই আবহে বৃহস্পতিবারই বাংলায় মরসুমের শীতলতম দিন হতে পারে। (AFP)
5/5বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর আগে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দমদম সংলগ্ন অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে আজ। (AFP)