বাংলা নিউজ > ছবিঘর > Libya Flood Latest News: ধ্বংসস্তূপের নীচে কাদাজলে এখনও চাপা বহু, লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে ২০,০০০!

Libya Flood Latest News: ধ্বংসস্তূপের নীচে কাদাজলে এখনও চাপা বহু, লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে ২০,০০০!

ঝড়ে বিধ্বস্ত উত্তর আফ্রিকার লিবিয়া। গত রবিবার প্রবল ঝড় ড্যানিয়েল আছড়ে পড়েছিল লিবিয়ায়। এর জেরে বন্যায় ভেসে গিয়েছে সেই দেশের বহু জেলা। লিবিয়ার পূর্ব দিকে অবস্থিত ডেরনা শহরের অবস্থা সবথেকে খারাপ। সেই শহরেরই মেয়র সম্প্রতি আল আরবিয়া টিভি-কে বলেন, মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজার হতে পারে।