LIC Share Price Rise: লক্ষ্মীলাভ LIC-র বিনিয়োগকারীদের, প্রথমবারের মতো ১০০০-এর ম্যাজিক ফিগার পার শেয়ারের
Updated: 05 Feb 2024, 04:46 PM IST২০২২ সালের ১৭ মে শেয়ার বাজারে অভিষেক ঘটেছিল এলআইসি-র। সেদিন এলআইসি-র শেয়ারের দাম ছিল ৮৭৫.২৫ টাকা। এদিকে এলআইসির শেয়ারের ইস্যু রেট ছিল ৯৪৯ টাকা। তবে অভিষেকের পর থেকে ক্রমেই পতন হয়েছে এলআইসি-র শেয়ারের। একটা সময়ে ৫৩০ টাকায় নেমে গিয়েছিল এলআইসি।
পরবর্তী ফটো গ্যালারি